প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৬:১৬:৪১ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে মাদ্রাসা শিক্ষার্থী ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে আর ঘটনা ধামাচাপা দিতে তৎপরতার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামে। জানা যায়, গত বৃহস্পতিবার আনোয়ারপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী তার বাড়ির পাশের চায়ের দোকানে বাবার কাছ যায়,সে চলে আসার সময় পথে ওত পেতে থাকা ৬ সন্তানের জনক দিরাই পৌরসভার আনোয়ারপুর (উলুকান্দি) গ্রামের আছির উদ্দিনের ছেলে
আব্দুল আহাদ (৪৫)তখন তাকে শিঙাড়া দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী আমন জমির পাশে নিয়ে জোরপূর্বক ধরষণ করে। ঘটনার পর কাঁদতে কাঁদতে ভিকটিম বাড়িতে এসে ঘটনা তার মাকে জানায়। ভিকটিমের এক প্রতিবেশি জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত ডা. সামি শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ভিকটিমের স্বজন ও গ্রামের লোকজন জানিয়েছেন, শিশু ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পিতা আছির উদ্দিন ও গ্রাম্য মাতবর প্রভাবশালীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।