• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত ৩ জন

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ১:০৩:০২ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় হারুন(৭০) নামক এক বৃদ্ধ মৃত্যু বরন করেছেন। অপর সড়ক দুর্ঘটনায় মঞ্জু, সুমন ও দুলাল নামক তিন যুবক আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত মঞ্জু (২৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

    স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানাযায়, ২৭ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর স্ট্রীল ব্রীজ সংলগ্ন এলাকায় রানীগঞ্জ থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী একটি ইজিবাইক (টমটমগাড়ি) কে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।এতে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের মাহিদুল হাসান মঞ্জু, দুলাল মিয়া ও সুমন মিয়া আহত হন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত মাহিদুল হাসান মঞ্জুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহিদুল হাসান মঞ্জুকে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। অপর আহত দুলাল ও সুমন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর বলেন, টমটম দুর্ঘটনায় আহত মঞ্জু নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

    এদিক মোটরসাইকেল চাপায় হারুন (৭০) নামক এক বৃদ্ধ মৃত্যু বরন করেছেন। জানাযায়, জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম নিবাসী মোঃ হারুন মিয়া গতকাল ২৬ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকালে স্থানীয় মসজিদে আছর এর নামাজ শেষে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

    তাৎক্ষণিকভাবে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হারুন মিয়া (৭০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পথিমধ্যে মৃত্যু বরেন করেন। আজ ২৭ শে সেপ্টেম্বর বিকালে নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে এই এলাকার একাধিক ব্যাক্তি গণমাধ্যমেকে জানিয়েছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এই পৃথক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content