প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৮:৪৯:৪৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ শে সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বতীশ গোস্বামী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন ও কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী প্রমূখ।
এছাড়াও আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এময় বিভিন্ন শ্রেনী পেশার আরো অনেকে উপস্থিত ছিলেন।