• সুনামগঞ্জ

    ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ১২:৪০:৪৬ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি: জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক ছাত্রদল নেতা আব্দুর রহিম ও বিএনপির ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকীর শান্তিপূর্ণ মিছিলে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে ছাতক উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকীর শান্তিপূর্ণ ‌র‌্যালীতে নির্বিচারে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন প্রধান, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ এর নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে ১২ই শে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা দুই ঘটিকা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা ” কে বলেরে জিয়া নাই -জিয়া আছে বাংলায়, খালেদা জিয়া ভয় নাই- আমরা আছি লাখ ভাই, শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও -পড়িয়ে দাও, আমার ভাই মারলে কেন-শেখ হাসিনা জবাব ছাই” খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরস্থ শ্যামলী কাউন্টারের সামনে জড়ো হয়ে বিকাল সাড়ে চার ঘটিকার সময় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় ছাতক উপজেলা সদর মিছিলের নগরীতে পরিনত হয়।
    ছাতক পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক সৈয়দ তুতি মিয়ার সভাপতিত্বে ও ছাতক উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।

    প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক নূরুল,সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেরেনূর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোঃ আবুল মনসুর শওকত, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর সভাপতি শামসুজ্জামান প্রমূখ।

    সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম আহমদ।

    এসময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content