• লিড

    আইজিপি হচ্ছেন সুনামগঞ্জের কৃতি সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ১:২৪:৪৪ অনলাইন সংস্করণ

    পুলিশের ৩১তম মহাপরিদর্শক আইজিপি হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন -সূত্র ইনকিলাব

    পুলিশের ৩১তম মহাপরিদর্শক আইজিপি কে হচ্ছেন এ নিয়ে নানা আলোচনা চলছিল। কারণ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। সেই আলোচনার রাশ টানতে র‌্যাবের বর্তমান মহাপরিচালক সুনামগঞ্জের শাল্লার কৃতিসন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হতে যাচ্ছেন পরবর্তী পুলিশ মহাপরিদর্শক।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    সূত্র জানায়, শিগগিরই এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন।

    অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    তিনি চাকরি জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির প্রধানও ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন । বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে তার।

    এছাড়াও র‌্যাবের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেন নাম প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

    0Shares

    আরও খবর

    Sponsered content