• সুনামগঞ্জ

    অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে জগন্নাথপুর এর ইউএনও

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ১:৪৪:৩৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ও অসহায় হয়ে যাওয়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। ৩১ শে আগষ্ট রোজ বুধবার বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

    জানাযায়, গত ২৮ শে আগষ্ট রোজ রোববার গভীর রাতে নারিকেলতলা গ্রামের বৃদ্ধ মইম মিয়ার বসত ঘরে হঠাৎ করে আগুন লেগে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে এই পরিবারের সদস্যদের শুধুমাত্র শরীরের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। নিঃস্ব ও অসহায় এ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবতার সেবা নামক কোনো সংগঠন বা ব্যক্তি এগিয়ে না আসার খবর পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

    ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক ২ বস্তা চাল এবং তেল, ডালসহ নৈত্যপ্রয়োজনীয় আরো ৩ প্যাকেট খাদ্য প্রদান করেন। সেই সাথে ৪ মাসের এক শিশুর খাদ্য ও কাপড়ের জন্য নগদ অর্থ প্রদান করেন।
    এমনকি দ্রুত ওই পরিবারের পুনরায় বসত ঘর নির্মাণে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ও সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি ।
    ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জহির মিয়া বলেন, গত তিন দিন ধরে খুব কষ্ট আছে। কেউ কোন সহায়তা করেনি। আমাদের এমন দুঃসময়ে ইউএনও স্যার পাশে দাঁড়িয়েছেন।

    ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ঘটনাস্থল পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ওই পরিবারের ঘর নির্মাণে সর্বাত্মক কাজ করা হবে। যাতে করে অন্তত তাঁদের মাথার গুজার ঠাঁই হয়।

    আরও খবর

    Sponsered content