• ফিচার

    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ‘এক কলঙ্কময় রাত’

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ২:০৫:৪৯ অনলাইন সংস্করণ

    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ‘এক কলঙ্কময় রাত’

    এম এ গফফারঃ বাঙ্গালী জাতির ইতিহাসের এক কলঙ্কময় রাত,
    এ রাতের নির্মম সকরুন হত্যাকাণ্ডের স্মৃতিদৃশ্যের বেদনাদায়ক স্বাক্ষী বিশের আকাশ-বাতাস ও প্রকৃতি।
    স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা, বাংলার প্রাণের নেতা, বাংলার গরীব মেহনতি অসহায় মানুষের নিবেদিত প্রাণ। এশিয়ার অবিস্মরণীয় কিংবদন্তি, জাতির কর্ণদার, স্বাধীন বাংলাদেশের বজ্রকন্ঠিত রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজো কালের প্রবাহে চির অম্লান, চির অবিস্মরণীয়, চির অমর হয়ে রয়েছেন বাংলার সাড়ে ষোল কোটি জন মানুষের প্রাণে। জাতির জনক বঙ্গবন্ধুর অমরত্বের সূচনায় আমার লিখার আলোচ্য বিষয়বস্তু।

    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির বিষাদ শোক ও সমবেদনার মাস। ১৫ই আগস্টের কালো রাতে স্বাধীনতা বিরোধী মানুষ নামের অমানুষ একদল নরপশু জাতির দুর্দিনের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারপরিজনকে নির্মম্ভাবে খুন করেছিল।ঢাকা ধানমন্ডির ৩২ নং বাসায় বঙ্গবন্ধু সহ পরিবারের বিষাদময় খুনের দৃশ্যের রক্তাক্ত স্রোত আজো বাসার সিড়ি, মেজে ও ইট-কনক্রীট স্মৃতির বেদনায় স্বাক্ষী হয়ে রয়েছে। জাতির জনকের ও বঙ্গমাতা স্ব-পরিবারের খুনের রক্তাক্ত দৃশ্য সরাসরি দেখে মনের আবেগ শোক সমবেদনায় বজ্রকন্ঠে বলতে হয়- বঙ্গবন্ধু তোমাদের রক্তে যারা রঞ্জিত করেছে এ পবিত্র অঙ্গন, আজ বড়ই ইচ্ছে হয় দুহাত রঞ্জিত করি সেই বিশ্বাস ঘাতকদের রক্তে।

    ১৫ই আগস্ট জাতির মহা দুর্দিন ও সংকটের নির্মম করুণ বেদনার সাগর পেরিয়ে আজো বাঙ্গালি জাতির বঙ্গকন্যা সফল রাষ্ট্র নায়ক, বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত প্রাণ, বাংলার আস্থা ও বিশ্বাসের প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বনামধন্য স্বাধীন আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত গৌরবোজ্জ্বল দেশ।
    শেষান্তে বঙ্গবন্ধু সহ মাননীয় প্রধানমন্ত্রীর স্বজন হারানোর স্মৃতির প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাদের শহীদি আত্মার প্রতি প্রাণভরে শ্রদ্ধা ও সম্মান জানাই। বাংলাদেশ সুপ্রতিষ্ঠার মহা নায়ককে সর্বোচ্চ সম্মান জানাই, বঙ্গবন্ধু তুমি বাঙ্গালি জাতির হৃদয়ে চিরস্মরণীয়, চির অমর হয়ে থাকবে যুগ যুগান্তর।

    লেখকঃ এম এ গফফার, সম্পাদক ও প্রকাশকঃ দেশ-বিদেশের খবর ডটকম। লেখক- মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রুপান্তর। ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসি।

    আরও খবর

    Sponsered content