প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৮:০৯:১৫ অনলাইন সংস্করণ
কামরুল হক, যুক্তরাজ্য থেকেঃ হাতিয়া সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের একটি প্রসিদ্ধ ও সমৃদ্ধশালি লন্ডনী প্রবাসী অধ্যুষিত একটি সুপরিচিত গ্রাম। গ্রামের উন্নয়নে ব্রিটেন প্রবাসী হাতিয়া গ্রামবাসী সর্বদা সচেষ্ট। তাইতো ২০০৭ সালের জুলাই মাসে কিছু উদ্যোমি সংগঠকদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল হাতিয়া ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এই সংগঠনের সার্বিক সহযোগিতায় বিগত দিনগুলোতে উক্ত গ্রামে একাধিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে।
উল্লেখযোগ্য কিছু সদস্যের বার্ধক্য জনিত সমস্যার কারণে বিগত কয়েক বছর সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল।
দীর্ঘদিন পর গতকাল হাতিয়া গ্রামের প্রবীন মুরুব্বি জনাব আব্দুল খালিক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক লেবু মিয়ার উপস্থাপনায় হাতিয়া ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এক জরুরি ও গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রাচীন এই সংগঠনটিকে বেগবান করার লক্ষ্যে ব্রিটেনে অবস্থানরত হাতিয়া গ্রামের নুতন প্রজন্মের প্রতিশ্রুতিশীল, কর্মদক্ষ তরুণ যুবসমাজ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রবীনদের সমন্বয়ে সর্বস্তরের হাতিয়া প্রবাসীদের উপস্থিততে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে আব্দুল মতিন কে প্রধান করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সর্বজনাব গিয়াস উদ্দিন মাষ্টার, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, আব্দুল মজিদ (আমির আলী), খালিছ মিয়া, আব্দুল হাই, লেছু মিয়া, আব্দুল মতিন, ফেরদৌস মিয়া, লেবু মিয়া, আলফাজ মিয়া ও খোকন মিয়া।