• গ্রেফতার/আটক

    হবিগঞ্জের মাধবপুরে ৫ জুয়ারি আটক

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২২ , ৭:৪৯:৪৮ অনলাইন সংস্করণ

    মোঃ সনজব আলী, হবিগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ পেশাদার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূইয়া, সঙ্গীয় অফিসার এএসআই কামরুজ্জামান, এএসআই ইমরান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর দল দিঘীরপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৬৯০ টাকা, ৩ সেট তাস ও ১টি প্লাস্টিকের রেকসিন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার দওপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদ এর ছেলে সেরু মিয়া (৫২),সুলতানপুর গ্রামের ফরিদ হোসেন এর ছেলে নুরুল ইসলাম (৪৫), রসুলপুর গ্রামের মনির হোসেন এর ছেলে আব্দুল কাইয়ুম ছুট্রো মিয়া (২৬),কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে শিপন মিয়া(২৪) ও ধর্মঘরের মোঃফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আরিফ হোসাইন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারিকে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content