প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:২৭:৪১ অনলাইন সংস্করণ
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চাঁদাবাজী বন্ধে “রক্তি নদী নৌযান চালক-মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ” গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তি ও আবুয়া নদীতে পৃথক দুটি স্পটে বেপরোয়া চাঁদাবাজীর প্রতিবাদে ইউনিয়নের কাটাখালি বাজারে এক প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয় কাটাখালি বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এপিপি এডভোকেট আলম নুর হীরা। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান তালুকদার।
বিশিষ্ট সালিশী আবু সাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী জামির জালাল, জিয়াউর রহমান, মোঃ কবির মিয়া, মোঃ আব্দুর রহমান, লাঠ মিয়া, তৈয়বুর রহমান,মোঃ আজিম উদ্দিন, গোলাম মোস্তফা, বাদশা মিয়া, হোসাইন আহমদ,আনোয়ার আহমেদ, মইনুল হক, মোস্তাক আহমদ, ইছব আলী, কামাল মিয়া,আনোয়ার হোসেন, শাকিল মিয়া, বিলাল মিয়া, সফিজ আলী, দ্বীন ইসলাম, আব্দুল্লাহ মিয়া, ছয়ফুল আলম, হাবিবুর রহমান, নুরুল আমিন, সেলু রহমান ও জাসদ মিয়াসহ ঘাগটিয়া, কাটাখালি, ফুলভরি ও পিরোজপুর গ্রামের বালু পাথর বহনকারী নৌযান চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার পরবর্তী বিশাল প্রতিবাদ সভার আহবান করে দাবী জানানো হয়, রক্তি ও আবুয়া নদীতে চলতি পথে চলন্ত নৌযানের গতিরোধ করে বিআইডাবিøউটিএর নামে বেপরোয়াভাবে অবৈধ চাঁদা উত্তোলন করা হচ্ছে। চাঁদাবাজরা আমরা নিরীহ নৌযান চালক ও মালিকদেরকে চাঁদা না দিলে মারপিট করছে।
আমরা বারংবার জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও ন্যায়বিচার পাচ্ছিনা।
প্রতিবাদ সভায় পরবর্তী আন্দোলন সংগ্রামের লক্ষ্যে জামির জালালকে আহবায়ক ও জিয়াউর রহমানকে সদস্য সচিব করে “রক্তি নদী নৌযান চালক-মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা,রক্তি নদীর চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।