প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ৬:০১:০১ অনলাইন সংস্করণ
তুমি রবে চিরকাল স্মৃতির দর্পন হয়ে মোর অন্তরে,
তুমি ছিলে মোদের স্নেহ মায়া মমতায় জরানো শ্রদ্ধাভাজন।
তুমি আজ চলে গেলে সদূর অজানায়,
প্রকৃতি আরে বাস্তবতার আড়ালে তোমার শোকে-
তোমার সমবেদনায় ভাবি দিবস ও কাল।
তুমি আজ অভিমান করে চলে গেলে অগণিত স্বজন ছেঁড়ে।
পৃথিবীর মায়া আর রক্তের বাঁধন ত্যাগ করে চলে গেলে সুদূরে।
তোমার শোকে প্রকৃতি নীরব আপন স্বজন,
তোমার স্নেহাদর আর মায়ার বন্ধনে-
কাটিয়ে ছিলাম অগনিত বছর ও মাস।
তুমি রবে চিরকাল, রবে চির দিন মোর অন্তরে অনন্তকাল।
তোমার মায়া ভরা সরল কথাবার্তা-
আজো অমর হয়ে রয়েছে মোর অন্তরে।
তুমি আজ চলে গেছ শোকের সাগর পাড়ি দিয়ে স্বর্গীয় ভুবনে।
তোমার শোকে বিষাদ বেদনায় কাটে দিবস ও রাত।
বাপ-চাচার পরেই তুমি ছিলে স্বজনদের মায়ার বাঁধন।
তোমার শোকে নিশি জাগা হয়নি ঘুম,
তোমার শোকে তোমার অনাগমনে তোমারি স্মৃতি কথা বলে সারাক্ষণ।
তুমি আছ তুমি রবে শোক তারার মতো।
স্মৃতি দৃশ্য হয়ে তুমি রবে তারার মতো।
তোমার স্মৃতি কইবে কথা শোকের সাথী হয়ে,
তোমার ভাবনা ভাববো আমি তোমার বিরহে।
তুমি রবে বাস্তবতায় অমর দৃশ্য হয়ে,
শোকের দিনে দুঃখের রাতে খোজবো তোমার সমাধিতে।
তুমি রবে স্মৃতির পাতায় স্মৃতিদৃশ্য হয়ে।
বাস্তবতার রঙ্গমঞ্চের একদিন হবে শেষ।
জীবন সন্ধ্যার অন্ধকারে আমারও হবে যাবার শেষ।
প্রকৃতি আর বাস্তবতার লোকালয়ে- থাকবে আমার স্মৃতি লিখা।
হয়তো যুগের প্রবাহ স্মরণ করবে আমায়-
আমার কোন বংশধর স্বজন পন্তী।
আমি যখন চলে যাব জনহীন লোকালয়ে,
মাতৃভূমি মাটির সাথে বিলীন হবে দেহখানা,
পৃথিবীর অস্থিত্বে থাকবে কি মোর স্মৃতিদৃশ্য চিহ্ন?
স্বজন হারানোর সমবেদনায় আমিও একদিন চলে যাব তোমার মত শেষ যাত্রা পথে।
চির নিদ্রায় স্বর্গরাজ্যে চির জীবন থাকবো স্বর্গবাসে।
তারিখঃ ০৯ আগস্ট, ২০২২ খ্রিঃ
লেখা উৎসর্গঃ সম্প্রতি ইন্তেকাল করা শ্রদ্ধেয় বড় ভাই জনাব শুনুর উল্লাহ কে।
লেখকঃ কবি এম এ গফফার, সম্পাদকঃ দেশ-বিদেশের খবর ডটকম। ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী।