• দিবস উদযাপন

    শোকদিবস পালন করেছে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ২:০৮:০৭ অনলাইন সংস্করণ

    শফিউল আলম, সুনামগঞ্জ : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মিলনায়তনে খতমে কোরআন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন। মাস্টার ট্রেইনার আশরাফ উদ্দিনের সঞ্চালনায় উপ-পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল হক।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ধার্মিক পরহেজগার মুসলমান ছিলেন। তিনি তাঁর ঐতিহাসিক বক্তব্যে বলে গেছেন,“আমি মুসলমান,আমি মানুষ আর মুসলমান বারবার মরেনা। মুসলমান একবারেই মরে”। এ বক্তব্যেই প্রমাণ করে ধর্মীয় দিক দিয়ে তিনি কতটুকু দৃঢ়চেতা সাহসী মানুষ ছিলেন।

    তারা বলেন, স্বাধীন দেশে শুধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাই নয় বরং সোনার বাংলা গড়তে আজীবন তিনি নিরলসভাবে কাজ করেছেন। মুনাজাত পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান। মুনাজাতে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতির কল্যাণে যারা জীবন দান করেছেন তাদেরকে অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক,জেলার বিভিন্ন মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিন মুসল্লীয়ানরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content