• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জের দামোদরতপী গ্রামে ওয়াটার সাপ্লাই প্রকল্পের জায়গা পরিদর্শন

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ১:২৩:৪৪ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপি গ্রামে পরিকল্পনা মন্ত্রী’র উপহার ওয়াটার পাইপ সাপ্লাই এর জায়গা নির্ধারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    (২২আগস্ট) সোমবার দুপুর ১ঘটিকায় দামোদরতপি দাখিল মাদ্রাসায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃআব্দুর রব এর  সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্যে  পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন বলেন; ৫ কোটি টাকা ব্যায়ে পরিকল্পনা মন্ত্রী’র একান্ত প্রচেষ্টায় ১০০০হাজার পরিবারের মধ্যে এই ওয়াটার সাপ্লাই প্রকল্পটি বাস্তবায়ন হবে। দামোদরতপী এক হাজার পরিবার এই বিশুদ্ধ পানির সুযোগ পাবে। দ্রুত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে বলে আশা করছি।
    টিওবয়েলের পানি এই এলাকায় ৫মাস অথবা ৬মাস পানি উঠেনা কিন্তু এই ওয়াটার সাপ্লাই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি আরো বলেন রাজনীতি হবে উন্নয়নের জন্য ভোগের জন্য নয়। আর পরিকল্পনা মন্ত্রী মহোদয় শান্তিগঞ্জ তথা জগন্নাথপুর উপজেলার উন্নয়ের রোল মডেল করে যাচ্ছেন কিন্তু কিছু লোকাল বাস নেতা নদীর উল্টো স্রোতে বহমান,একটু সুযোগ সুবিধা না পেলেই, উনি ভালো না তিনি ভালোনা, আসলে লোকাল বাস নেতাদের বৈশিষ্টই এরকম। পূর্ব পাগলা  ইউনিয়নে একসময় ভালো রাস্তা ছিলোনা যোগাযোগ ব্যাবস্থা অনুন্নত ছিলো মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ছোয়ায় পূর্ব পাগলা  ইউনিয়ন এখন উন্নয়নের রোল মডেল। এখন প্রতিটি  গ্রামে পাকা রাস্তা হয়েছে, উন্নত স্যানিটেশন হয়েছে,শতভাগ বিদ্যুৎ তায়ন হয়েছে, স্কুল – মাদ্রাসা আছে, প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে পারে। সুনামগঞ্জ এর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পরিকল্পনা মন্ত্রী মহোদয় এর গুরুত্ব অপরিসীম।
     বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিম খান,সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি রফিক খান, সহ সভাপতি এনামুল কবির।
    এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আমিরুল হক বেগ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, উপজেলা কৃষকলীগ নেতা জালাল মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন আ’লীগ নেতা উকিল আলী,সমসর মিয়া, সাবকে ইউপি সদস্য এহিয়া আহমেদ সুমন,  ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজির উদ্দিন এবং পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল মিয়া রায়হান সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content