• ত্রাণ বিতরণ

    শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২৫৩জন কে ৩০ কেজি ভিজিডির চাল বিতরণ করেন চেয়ারম্যান মো. ছুফি মিয়া

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ২:৫৬:৫০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ২৫৩জন অসহায় ও দুস্থ কার্ডধারী নারীদের মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে ঐ সমস্ত অসহায় ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া ও ট্যাগ অফিসার মো. হাসান করিব। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ললিত মোহন দাস,২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুরুজ আলী,মহিলা সদস্য লুবা রানী দাস,মহিলা সদস্য মরিয়ম বেগম প্রমুখ। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেছেন,চলতি বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষজন খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন।

    কিন্তু সরকার ভিজিডির মাধ্যমে দুইবছরের জন্য আামর ইউনিয়নের ২৫৩ জন অসহায়,দুস্থ ও গরীব প্রত্যেক নারীকে ৩০ কেজি করে যে চালটা সরকারের মাধ্যমে দেয়া হচ্ছে ফলে ঐ সমস্ত নারীদের প্রায় ২০/২৫দিনের খাবারের ব্যবস্থা হবে। তবে এই দরগাপাশা ইউনিয়নে জনসংখ্যা বেশী হওয়ায় এই কার্ডধারীর সংখ্যা আরো বাড়ানোর জন্য সরকারের নিকট দাবী জানান তিনি।

    আরও খবর

    Sponsered content