বায়েজীদ অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ আজ সকাল ১১ঘটিকায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে আ,লীগের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
পূর্ব পাগলা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ছৈল মিয়া এর সভাপতিত্বে ও পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী’র এপিএস ও আ’লীগ নেতা হাসনাত হোসেন।
উক্ত সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রীর এপিএস বলেন পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে এতো সুন্দর মতবিনিময় সভা সত্যিই প্রশংসনীয়, পূর্ব পাগলা ইউনিয়নে একসময় ভালো রাস্তা ছিলোনা যোগাযোগ ব্যাবস্থা অনুন্নত ছিলো মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ছোয়ায় পূর্ব পাগলা ইউনিয়ন এখন উন্নয়নের রোল মডেল। এখন প্রতিটি গ্রামে পাকা রাস্তা হয়েছে, উন্নত স্যানিটেশন হয়েছে, স্কুল – মাদ্রাসা আছে, প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে পারে, পাকা রাস্তা হয়েছে। সুনামগঞ্জ এর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পরিকল্পনা মন্ত্রী মহোদয় এর গুরুত্ব অপরিসীম। পরিশেষে তিনি পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নেক হায়াত কামনা করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিক খান, প্রবীন আওয়ামীলীগ নেতা সমুজ আলী,যগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সৈয়দূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কাশেম চৌধুরী , সাধারন সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সমশের আলী,আওয়ামীলীগ নেতা জালাল মিয়া,আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দীন, উপজেলা যুবলীহের সাংঘটনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক অমিত হাসান রায়েস, যুবলীগ নেতা নিজাম উদ্দীন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ছুরুক মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাংঘটনিক সম্পাদক জয়নাল আবেদীন, পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাংঘটনিক সম্পাদক কামরুল তালুকদার রায়হান সহ প্রমুখ।
এসময় ইউপি সদসবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।