• সুনামগঞ্জ

    যোগলনগর কৈতক সড়কে বড় বড় গর্ত, জনসাধারণের ভোগান্তি

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২২ , ২:১৪:০৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর যোগলনগর পয়েন্ট হতে ছাতক এর কৈতক পয়েন্ট পর্যন্ত সংযোগ স্থাপনকারী সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি দুটি ব্রীজের এ্যপ্রোচে গর্তের সৃষ্টি হয়েছে।
    যারফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। ৫ ই আগষ্ট রোজ শুক্রবার বাদ জুম্মা সরেজমিনে ঘুরে দেখা যায়, সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর যোগলনগর পয়েন্ট হতে ছাতক উপজেলার কৈতক পয়েন্টে সংযোগ স্থাপনকারী সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে।
    এবং ছাতক উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর পার্শ্বে অবস্থিত ব্রীজের এ্যাপ্রোচের উভয় পার্শ্বের এ্যাপ্রোচের পিচ দেবে গেছে ও একই উপজেলার সিংচাপইড় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারগাঁও বাজার সংলগ্ন কামারগাঁও বড়খাল নামক খালের উপর অবস্থিত ব্রীজের এ্যাপ্রোচের মাটিতে বড় বড় গর্ত রয়েছে। যারফলে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যাত্রী সাধারণ ও পথচারীরা পায়ে হেঁটে ব্রীজ পারাপার হচ্ছেন। আর যানবাহন দুপারে থেকেই চলাচল করছে। এতে এই সড়ক সড়ক দিয়ে প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন জীবিকার তাগিদে জগন্নাথপুর উপজেলা ও ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের হাজার হাজার হাজার জনসাধারণ বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
    সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়ন এর বিপুল জনগোষ্ঠী কাঁদা-পানি মাড়িয়ে চলাচল করছেন। বিধায় জনস্বার্থে এই দুটি ব্রীজের এ্যাপ্রোচ সহ গর্ত গুলো সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলে উপযোগী করে তুলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

    আরও খবর

    Sponsered content