বায়েজিদ অপি,শান্তিগঞ্জ,সুনামগঞ্জঃ (১ আগস্ট) সোমবার সকাল ১০টায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন।
অধ্যাপক সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনোজিত মজুমদার এর সভাপতিত্বে ও মেডিকেল ছাত্রী আছিয়া খাতুন আফসানা মিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান,পরিকল্পনা মন্ত্রী’র এপিএস ও আ’লীগ নেতা হাসনাত হোসেন,বিভাগীয় প্রধান(এনাটমি বিভাগ)ডাঃ প্রান কৃষ্ণ বসাক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম শারিফী।
আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ বাহা উদ্দিন, প্রভাষক ডাঃ অরুনিমা চৌধুরী, প্রভাষক ডাঃ মাহফিজা মজিদ, প্রভাষক ডাঃ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ শিবলী জামান, প্রভাষক ডাঃ ফারহানা হোসাইন সাদিয়া সহ প্রমুখ।
উল্লেখ্য পরিকল্পনা মন্ত্রী’র পক্ষ্যে মেডিকেল কলেজে ৯৮৪ পিস মাস্ক বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী’র এপিএস হাসনাত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থী, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।