• আইন আদালত/সাজা

    নবীগঞ্জে মাকে নির্যাতন করায় ছেলেকে ১ বছরের কারাদণ্ড

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ১২:৪৩:৪৬ অনলাইন সংস্করণ

    আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে মাকে নির্যাতন করায় আব্দুল আহাদ (২০) নামের এক কুলাঙ্গার পুত্রকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
    রোববার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড পূর্ব তিমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। দন্ডপ্রাপ্ত আব্দুল আহাদ মৃত আব্দুল রশিকের পুত্র। আব্দুল আহাদ ও তার মা দীর্ঘদীন ধরে পূর্ব তিমিরপুর গ্রামে তাদেরকে নিয়ে আত্নীয়ের বাড়িতে বসবাস করে আসছিলেন। জানা যায়- অকারনে প্রতিদিনের মতোই (২১ আগস্ট) রোববার সকালে সে তার মাকে মারধোর ও ঘরবাড়ি ভাঙ্গচুর করে।
    এক পর্যায়ে সে তার মাকে হত্যার চেষ্টা করলে তিনি দৌড়ে ১ কিলোমিটার দুরে তার মেয়ের বাড়ি গেলেও কুলাঙ্গার ছেলে আঃ আহাদ তার পিছু নেয় এবং সেখানে গিয়েও তাকে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দিলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে তার স্বীয় দোষ স্বীকার ও অপরাধ প্রমাণ হওয়ায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে আইনশৃংখলা ও প্রসিকিউশনে সহায়তা করেন নবীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান ও ওয়ারিস।
    এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী।

    আরও খবর

    Sponsered content