• অনিয়ম / দুর্নীতি

    দিরাই থানা পয়েন্ট হতে বাজার ব্রিজ পর্যন্ত যান চলাচল বন্ধ, জন দূর্ভোগ চরমে!

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৪:৫৭:০৪ অনলাইন সংস্করণ

    ভ্রাম্যমান প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানা পয়েন্ট হতে বাজার ব্রিজ পর্যন্ত রাস্তায় বিলম্বীত নির্মাণ কাজের জন্য জন দূর্ভোগ চরম পর্যায়ে। দীর্ঘদিন যাবত এ রাস্তায় মালামাল পরিবহন সহ যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের কষ্টের শেষ নেই।

    সরজমিন দেখা যায় থানা পয়েন্ট হতে বাজার ব্রিজ পর্যন্ত পশ্চিম পাশের রাস্তাটি মেরামতের কাজের অজুহাত দেখিয়ে আজ থেকে প্রায় দুই সপ্তাহব্যাপী পূর্ব পাশের মেরামতকৃত চলমান নতুন রাস্তাটিও বন্ধ করে রাখা হয়েছে।

    গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতাল এবং ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ- মাদ্রাসায় যেতে হয়। এমনকি সর্বস্তরের লোকজন তাদের যাতায়াতের এবং দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনী দ্রব্যাদি ক্রয় করতে ওই রাস্তা দিয়ে বাজার যেতে হয়। চলাচলের উপযোগী পূর্বপাশের রাস্তাটি বন্ধ থাকায় জন দুর্ভোগ যে চরম আকার ধারণ করেছে,তা বলার অপেক্ষা রাখেনা।

    তাই জন দূর্ভোগ লাগবে অতি দ্রুত রাস্তাটি খোলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধতন  কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এটা ভুক্তভোগী সাধারণ জনতার প্রাণের দাবী।

    আরও খবর

    Sponsered content