• অপমৃত্যু

    দিরাইয়ে দোকান ঘরে তীরের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২২ , ২:০৪:৩৪ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাইয়ে পৌর সদরে দোকান ঘর থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে দিরাই পৌর এলাকার পুরাতন বাগবাড়ী দোকান ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়া অবস্থা থেকে আনোয়ার হোসেন এর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সিএনজি ম্যানাজার আনোয়ার হোসেন দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন বাগবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আনোয়ার হোসেন এর দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী দুই সন্তান সহ নতুন বাগবাড়ী গ্রামে আনোয়ার হোসেনের পৈত্রিক ভিটায় বসবাস করেন। আরেক স্ত্রী সৌদি আরব প্রবাসী। পৌর সদরের পুরাতন বাগবাড়ী গ্রামের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভূমিতে টিনসেড ঘর তৈরী করে দোকানে একাকী বাস করতেন আনোয়ার হোসেন । ছয় মাস আগে আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী দেশে ফিরে স্বামীর সঙ্গে ছুটি কাটিয়ে মাস দুয়েক আগে ফের সৌদিতে চলে যান। ঘটনাস্থলের পাশের ব্যবসায়ী মাসুক মিয়া জানান, গত রোববার রাত ১০ টার দিকে তাঁর দোকানে সিগারেট কিনতে গিয়েছিলেন আনোয়ার হোসেন । এরপর আর তাকে দেখা যায়নি। আনোয়ার মিয়ার ভাই কনর মিয়া বলেন, দুদিন ধরে বাড়িতে না যাওয়ায় আমার মা আজকে খোঁজতে আসেন। দরজা বন্ধ ছিল। টিনের ছিদ্র দিয়ে ঘটনা দেখেন। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়৷ অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content