তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ- তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টর আওতায় উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণে নিয়োজিত আর্টিসানাল নৌযানে জিএসএম ডিভাইস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় শশীগঞ্জ সুইজঘাট পল্টনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম প্রধান অতিথি হিসেবে ৩০০টি নৌযানে জিএসএম ডিভাইস বিতরণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাশেম মহাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।