• সংবর্ধনা / উদ্বোধন

    জামেয়া বায়তুল কোরআন সিলেটের শিক্ষার্থী হাফিজ জামিল আহমদের মালেশিয়া গমন উপলক্ষে ছাজাসের সংবর্ধনা

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২২ , ১২:৫৭:১০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জামেয়া বায়তুল কোরআন সিলেট (শাহজালাল ইউনিভার্সিটি গেইট সংলগ্ন) মাহমুদাবাদ, ওয়াবদা এইট ৩৮নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন সিলেটের হিফজুল কোরআন শাখার ছাত্র হাফিজ জামিল আহমদ হাবিব আল-কোরআনের হিফজ সমাপ্ত করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালেশিয়া গমন উপলক্ষে ছাত্র সংসদ, জামেয়া বায়তুল কোরআন সিলেট (ছাজাস) এর পক্ষ থেকে আজ ১৮ই আগস্ট বৃহস্পতিবার সংসদ মিলনায়তনে পাক্ষিক প্রশিক্ষণ কর্মশালা শেষে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

    ছাজাস সভাপতি মাওলানা মাছুম আহমদের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামেয়ার পরিচালক, লেখক ও গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ বলেন, পৃথিবীতে বিদায় ও শেষ বলতে কিছু নেই, যখন যে কাজ সামনে আসবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করা মানুষ হিসেবে কর্তব্য। কোন কাজ এবং কোনো প্রতিষ্ঠানকে ছোট্ট করে দেখা উচিত নয়। মানুষের জীবনে পূর্ণতা আসে কাজের মধ্য দিয়ে। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। আসুন আমরা সকলে জ্ঞানের বই পড়ে সমৃদ্ধ হই এবং কাজের মাধ্যমে দেশ ও সমাজকে বড় করি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, সিনিয়র শিক্ষক হাফিজ ইসমাইল হোসেন ও হাফিজ শোয়াইব আহমদ। ছাজাস সেক্রেটারি হাফিজ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্র হাফিজ জামিল আহমদ হাবিবকে জামেয়ার পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও ছাজাসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।- বিজ্ঞপ্তি

    আরও খবর

    Sponsered content