প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ২:২০:১৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ থেকে আল-হেলাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশাল শোক র্যালি সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ ৫ নির্বাচনী এলাকা ছাতক-দোয়ারাবাজার আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গণ মানুষের নেতা মুহিবুর রহমান মানিক উক্ত শোক র্যালিতে নেতৃত্ব দেন। বিকেলে দোয়ারাবাজার উপজেলা সদরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিভিন্ন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ছাতক উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, যুগ্ম আহবায়ক এড. আশিক আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন,ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজাল আবেদীন আবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক।
সভাগুলোতে এমপি মানিক বলেন,মানুষকে খুন করে তার দেহ থেকে প্রাণকে বিচ্ছিন্ন করা যায় কিন্তু মানুষের চেতনা ও আদর্শকে শেষ করা যায়না। ১৫ ই আগস্ট বাঙ্গালীর ইতিহাসের একটি বেদনাবিধুর দিন। ৭৫ এর এই দিনে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এই হত্যার মাধ্যমে বাঙ্গালীর অগ্রযাত্রাকে রুখে দেয়ার প্রচেষ্টা করা হয়েছিল। জাতির পিতার খুনীদের বিচার না করে তাদের পূণর্বাসনসহ বিদেশে চাকরী দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যারা এটি করেছিল তাদের প্রতি ধিক্কার জানাই। আজ সারাবিশ্বে বাঙ্গালীরা যে যেখানে আছেন সেখান থেকেই বঙ্গবন্ধুর খুনীদের ধিক্কার জানানোর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করছেন।