• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে রানীগঞ্জ সেতু পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৯:১৩:২১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন রানীগঞ্জ সেতু পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুশিয়ারা নদীর উপর প্রায় দেড় শত কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণাধীন স্বপ্নের রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু কাজ বাকি আছে। একাজ শেষ হলেই রানীগঞ্জ সেতুটি উদ্বোধন হবে।

    এই সেতুটি চালু হলে উপজেলা সদর জগন্নাথপুর থেকে রাজধানী শহর ঢাকায় যাতায়াতে সময় বাচবে প্রায় ৩ ঘন্টা।এছাড়াও বানিজ্যিক ভাবে এগিয়ে যাবে জগন্নাথপুর সহ সুনামগঞ্জ জেলা। যার ফলে রানীগঞ্জ সেতু নিয়ে অত্রাঞ্চলের মানুষের অনেক স্বপ্ন। হৃদয়ের গহীনে লোকায়তি স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় জনসাধারণ।

    এরই মধ্যে ১০ ই আগষ্ট রোজ বুধবার রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ। সেতু নির্মাণে সংশ্লিষ্ট সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সেতু নির্মাণ এর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

    আরও খবর

    Sponsered content