• খেলাধুলা

    কাতার বিশ্বকাপে ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ২:২২:৫৫ অনলাইন সংস্করণ

    আগামী নভেম্বরে কাতারের দোহায় শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। গতকাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিকালেই ৫ লাখের বেশি টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিযোগিতা সামনে রেখে বাড়ছে ফিফার টিকিট বিক্রি।

    এ সময়ে স্বাগতিক কাতারের দর্শকরা তো আছেনই, এর বাইরে ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুটবলপ্রেমীরা টিকিট কিনেছেন। গত জুন পর্যন্ত ১২ লাখ টিকিট বিক্রি হয়েছিল।

    আগস্টের শেষ দিকে বিক্রি বেড়েছে দ্বিগুণ। বিক্রির যোগ্য আরও ৩০ লাখেরও বেশি টিকিট অবিক্রীত আছে ফিফার কাছে। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসব টিকিট ছাড়ার কথা ফিফার। আশা করা হচ্ছে কাতারে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম হবে। যা দেশটির মোট জনংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি।

    প্রতিযোগিতা সামনে রেখে গত পরশু থেকে পরীক্ষামূলকভাবে ১৩শ বাস নামিয়েছে আয়োজক দেশ কাতার। বার্তা সংস্থা এএফপিকে কাতার ফুটবলের প্রতিনিধি আহমেদ আল ওবাইদলি জানান, বিশ্বকাপের জন্য ৩ হাজার বাস কিনেছেন তারা। প্রতিটি বাসে থাকবে পাঁচটি করে সিসিটিভি ক্যামেরা। যা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবে। যোগাযোগ সুবিধা এবং বাড়তি নিরাপত্তার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে কাতার।

    আরও খবর

    Sponsered content