বায়েজিদ অপি, শান্তিগঞ্জ,সুনামগঞ্জঃ এক মাসের মধ্যে বিদুৎ সমস্যা নিরসন হবে- পরিকল্পনা মন্ত্রী, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনা মন্ত্রী’র স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
(১আগস্ট) মঙ্গলবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি আরো বলেন বাংলাদেশ সরকার গরীবের জন্য কাজ করছে এবং সবসময় করবে। আওয়ামীলীগ সরকার বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা দিচ্ছে।সুনামগঞ্জের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দের ঘর বানিয়ে দিচ্ছে,ত্রান ও আর্থিক সহোযোগিতা করেছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বে একটি মারাত্মক প্রভাব পড়েছে যার ভুক্তভোগী আমরাও। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আছে যাতে অভাব না পড়ে সেই জন্য আংশিক সময়ে বিদ্যুৎ লোডশেডিং হয় এই সমস্যা এক মাসের মধ্যে সমাধান হবে আশা করছি। এটা সাময়িক,ধৈর্য ধরে সবাই মিলে ক্রাইসিস মোকাবেলা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রী’র এপিএস ও আ’লীগ নেতা মোঃ হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, এসিল্যান্ড সখিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির মিয়া,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজা মিয়া, সাংঘটনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামীউল কবির,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংঘটনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল দাশ,শিমুলবাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ সবুজ, সাংঘটনিক সম্পাদক নিতাই দাশ সহ প্রমুখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগনণ,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সদস্যবৃন্দ, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।