• ক‌্যাম্পাস

    আটপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৭:৩৮:১১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উদযাপন উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ ১৫ ই আগষ্ট রোজ সোমবার দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজল বণিক এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্যের বেডফোর্ড শাখা আওয়ামী লীগ এর সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল,অত্র বিদ্যালয়ের দাতা সদস্য প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, সহ-প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক প্রদীপ রঞ্জন, সহকারী শিক্ষক কাউছার আলম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন শাখা যুবলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন লিলু, সহকারী শিক্ষক নাজমুন নাহার,সহকারী শিক্ষক লালু মিয়া, সহকারী শিক্ষক ঈমান উদ্দিন , সহকারী শিক্ষক রঞ্জয় দাস, সহকারী শিক্ষক বদরুল আলম, সহকারী শিক্ষক পিযুষ দেবনাথ, সহকারী শিক্ষক মাওলানা মোঃ কবীর উদ্দিন, সহকারী শিক্ষক তাহিদুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ দাস, তানিয়া আনজুম রাইদা,সুমি বেগম,নাহিদা আক্তার শর্মী,আজরা মাহবুবা নূরী ও শান্তা রানী দাস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তাহেরা আঞ্জুম জেবা ও গীতাপাঠ করেন শিক্ষার্থী ঈসিতা রানী দাস। এছাড়াও রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content