• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জে ভানবাসীদের মধ্যে সার্চ মানবাধিকার সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ২:২৭:৩৩ অনলাইন সংস্করণ

    এ,কে মিলন আহমেদ, সুনামগঞ্জ থেকেঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট সুনামগঞ্জের অর্ধ কোটি মানুষ,

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    সরকারি বেসরকারি ব্যাক্তি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়। তারই ধারাবাহিকতায় আজ রোববার বিকাল ৫ ঘটিকায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্যাদুর্গত পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, তেল, আলু, পেয়াজ, মরিচ, হলুদ, চিড়া, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দিনভর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের পরে বিকাল ৫ ঘটিকায় পৌর শহরের উকিল পাড়াস্থ সংগঠনের কার্যালয়ের সামনে ভাসমান হকার ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেনঃ সুনামগঞ্জ সদর মডেল থানার অসি তদন্ত মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও শিক্ষক নেতা মোঃ রুহুল আমিন, সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক একে মিলন আহমেদ, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সালমা বেগম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content