প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৩:২১:১৮ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যাতে ঘুরে দাঁড়াতে পারে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে ত্রাণ ও প্রতিমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
বিতরণ কালিন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, বলেন সুনামগঞ্জ সহ সকল জেলায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তিনি আরও বলেন,এলাকার বানভাসি মানুষদের দেখতে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি আজকে এসেছি আপনাদের সব সমস্যা দেখে আমি প্রধানমন্ত্রীকে জানাবো। এলাকাবাসীর একটি দাবী হাওরের পাশ দিয়ে গ্রামে প্রোডাকশন ওয়াল করে দেওয়া। এলাকাবাসীর দাবি শুনে, মন্ত্রী উপজেলা পিআইও অফিসারকে নির্দেশনা দেন বিষয়টি দেখার জন্য। ২ই জুলাই শনিবার দুপুরে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,দূর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপি, ফরিদপুর -৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর -৬ সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট -২ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো. আতিকুল। আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির,সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল মো. শহিদুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ন আহবায়ক রায়হান কবির রিপন, ৩নং দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম, ইউনুছ আলী, দলীয় নেতা সাঞ্জব উস্তার,উজ্জল মিয়া, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন বেগম সাথে ছিলেন।