• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে নগদ অর্থ নিয়ে সামাজিক ও বেসরকারি সংগঠন

      প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৩:৩১:৫১ অনলাইন সংস্করণ

    আল হাবিব সুনামগঞ্জ: সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে সরকারি সহায়তার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সুনামগঞ্জের মানুষকে এই দূর্যোগকালীন সময়ে খাদ্য ও পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করছে।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার মায়ের মমতা কল্যাণ সংস্থা সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে পূনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিয়েছে। এসময় উপস্থিত শতাধিক পরিবারকে নগদ দুই হাজার টাকা করে দেয়া হয়েছে। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মায়ের মমতা কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ফজলুল হক,সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন নাহার রুমা জানান, এবার সুনামগঞ্জ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সরকারের ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এর পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় এগিয়ে এসেছে। এটা খুবই প্রশংসনীয়। এসময় মায়ের মমতা কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়। এই সংগনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। শিক্ষাবৃত্তিসহ মানুষের কল্যানে কাজ করে। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য নগদ অর্থ প্রদান করছে। এই সহায়তা সুনামগঞ্জের মানুষের পাশে ভালোবাসা স্বরূপ এবং এটা কোন দান নয়। আল হাবিব সুনামগঞ্জ

    আরও খবর

    Sponsered content