• সুনামগঞ্জ

    বন্যাদুর্গত মানুষের জন্য সরকারের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে -জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

      প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ২:৪৩:০৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বন্যাদুর্গত মানুষের জন্য সরকারের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে -জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। তমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে পূর্ণবাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। সরকারের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। শেখ হাসিনা বিগত ১০/১২ বছরে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছেন। মানুষের আয় বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন সহ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন।রাজাকার আল-বদরের দিন শেষ। ওদের বিচার হবে।সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করবে বঙ্গবন্ধুর বাংলাদেশে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে কাউকে অনাহারে থাকতে দেবেনা আওয়ামী লীগ সরকার। সে যেই হউক, তাকে সর্বক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। আমাদেরকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, আমরা আবার ঘুরে দাড়াব ইনশাল্লাহ। খুব দ্রুত সময়ের মধ্যে নগদ অর্থ বরাদ্দ আসছে ভানবাসী জনসাধারণ অর্থাৎ আপনাদের জন্য। সমানভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করে আমরা কাজ করছি। মানব কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ। আজ ২ রা জুলাই রোজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা গুলো বলেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মোঃ সুন্দর আলী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান ও জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ। বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান স্থানীয় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর নেন। এর আগে তিনি স্থানীয় কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন রানীগঞ্জ সেতু পরিদর্শন করেছেন।

    আরও খবর

    Sponsered content