• সুনামগঞ্জ

    তাহিরপুরে RCA এর ২০২২-২০২৩ এর কার্যনির্বাহী কমিটি গঠন

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ৩:২৩:৫৮ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা তাহিরপুরে সর্ববৃহৎ সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো- অপারেশন এসোসিয়েশন ( RCA ) এর ২০২২-২০২৩ এর কার্যনির্বাহী কমিটি গঠন। ১২ই জুলাই রোজ মঙ্গলবার ট্যাকের ঘাট স্কুল সংলগ্ন মাঠে আলোচনা সভার মাধ্যমে ( RCA ) এর ২০২২-২০২৩ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরসিএ এর উপদেষ্টা কমিটির সদস্য সজিব আহমেদ সজীব, ওয়াহিদুল হক, মোস্তফা কামাল, মোক্তার আবেদীন রাজু, তছকির মিয়া, হাবিবুর রহমান, আব্দুস সামাদ অভি, দ্বীন ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, সহ কার্যনির্বাহী কমিটি সদস্য বৃন্দ । উপদেষ্টা কমিটি ও সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক নির্বাচিত করা হয় । নির্বাচিত করা হয়েছে, সভাপতি – জুয়েল মিয়া সাধারণ সম্পাদক – সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক – হারুনুর রশিদ অর্থ সম্পাদক – জাহিদ হাসান। নির্বাচিতদের ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি নির্বাচনের পর সবাইকে মিষ্টি মুখ করানো হয় । এবং নব-নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয় । এই সময় উপস্থিত ছিলো ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ .. সহ আরসিএর উপদেষ্টা কমিটি ও সকল সদস্যরা। নব-নির্বাচিত কমিটির মধ্য দিয়ে আরসিএ আরো সুসংগঠিত হবে , সামাজিক কাজ গতিশীল হবে আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা কমিটির সদস্য ও নব-নির্বাচিত কমিটি বৃন্দ। এই সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো- অপারেশন এসোসিয়েশন ( RCA ) এর ইফতার পার্টি থেকে শুরু করে, দেশের যে কোনো দুর্যোগ এবং বন্যা, ঈদ, শীতের বস্ত্র সহ মানবিক সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান বলে জানান এলাকার সচেতন মহল।

    আরও খবর

    Sponsered content