প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ৮:৩৫:১৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি চাল,সাড়ে ৩ কেজি ডাল,তেল চিড়া,গুড় ও বিস্কুট হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন লে ঃ কমান্ডার মো. সোহেল মোল্লা,ক্যাপ্টেন মো. শরিফ আহমদ ও কমান্ডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলমান থাকবে।