• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

      প্রতিনিধি ২৭ জুন ২০২২ , ৬:১২:১৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাষ্ট সুনামগঞ্জের উদ্যোগে পৌরশহরের ঘোলঘরস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শহরের ৩০০টি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিপুল পরিমান শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

    সোমবার সকালে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সুনামগঞ্জ অঞ্চলের উপ পরিচালক মো. সফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ঐ সমস্ত বন্যার্তদের মাঝে শুকনো খাবার চিড়া,মুড়ি,গুড় বিস্কুট ও পানীয় জল বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনী কর্পোরাল মো. আব্বাস,সদর থানার এস আই মো. আনোয়ার হোসেন,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার ও লিডার মো. হায়দার আলী প্রমুখ।

    ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সুনামগঞ্জ অঞ্চলের উপ পরিচালক মো. সফিকুল ইসলাম বলেছেন এই দূর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষজনের জন্য কিছু একটা করতে পারা এর চেয়ে বড় নিয়ামক আর কিছু হতে পারে না। তিনি এই সময়টাতে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের পাশে দাড়াঁতে দেশ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহাবন জানান।

    আরও খবর

    Sponsered content