• সভা/সেমিনার

    সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

      প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৫:২৩:৩১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে উদ্যোগে শহরের ইপি আই ভবণের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের স ালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা।
    সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খান বলেছেন,৬ থেকে ১১মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এক লক্ষ আই ইউ খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯মাস বয়সী সকল শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল দুই লক্ষ খাওয়ানো হবে বলে জানান। তিনি আগামী ১৫ থেকে ১৯জুন এই চারদিনব্যাপী জেলার ১২টি উপজেলায় মোট চার লাখের উপর শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোহবে।তিনি এ জন্য সকল গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনের আহবান জানিয়ে বলেন যেন ঐ তারিখে কোন শিশু ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ না পড়েন সেই দিকে নজর রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content