প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৮:৫০:৪৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে তথ্য অফিসের উদ্যোগে দুই দিন ব্যাপী শিশু মেলা । শুভ উদ্বোধন হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস সুনামগঞ্জ এই মেলার আয়োজন করে।
৪ জুন শনিবার সুনামগঞ্জের চরমহল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তর এর পরিচালক মোঃ তৈয়ব আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষ্যে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তারের স ালনায় এবং সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিচালক মোঃ তৈয়ব আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার উল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ,জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান। এছাড়াও শিক্ষক শিক্ষিকা,অভিভাবক প্রতিনিধি, সাংবাদিক সহ প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন মেলায়। মেলায় ১০ টি স্টল অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন।