• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জের রঙ্গারচর ইউনিয়নে ত্রাণ বিতরনে মেম্বারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

      প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ৪:৩৫:২১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রাণ বিতরনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    একই গ্রামের সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা বুলবুল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,গত ২৬ জুন রবিবার বিকাল ৫টায় রঙ্গারচর ইউনিয়নের কান্দি ছমেদনগর গ্রামস্থিত স্বশুড় আব্দুর রহমান এর বাড়ীতে শ্বশুড়-শাশুড়ি,শ্যালক-শ্যালিকা ও নিজের ভাই ভাতিজাদেও মধ্যে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে আধা কেজি ডাল,আধ কেজি লবন,৫ কেজি চাল সংবলিত ২০০ প্যাকেট ত্রাণ বিতরন করেছেন মেম্বার আনোয়ার হোসেন বাবুল। এছাড়াও তিনি বনগাঁও টিলাগাঁও সীমান্তের একই পরিবারের লোকদেরকে ত্রাণসামগ্রী প্রদান করেছেন। অথচ কান্দি ছমেদনগর ও ছমেদনগর গ্রামের যারা এখনও পানিবন্দী রয়েছেন তাদেরকে ত্রাণ প্রদান করেননি। কান্দি ছমেদনগর গ্রামের গুনু মিয়া,ফজলু মিয়া,আব্দুল লতিফ ও কালা মিয়া এবং ছমেদনগর গ্রামের সুনাফর আলী বলেন,এবারের বন্যায় এলাকায় আমরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ নাগরিক। আমরা এখনও পানিবন্দী রয়েছি। মেম্বার সাহেব আমাদেরকে অর্থাৎ যাদের ঘরবাড়ী তুলনামূলকভাবে নিচু জায়গায় তাদেরকে ত্রাণ না দিয়ে যারা ভারত সীমান্তের কাছাকাছি উঢ়ুভিটায় বসবাস করছেন তাদেরকে ত্রাণ প্রদানে অগ্রাধিকার দিয়েছেন। পানিবন্দী সন্তু মিয়া,আব্দুর রহিম,রবিউল,পদনা বিবি,এলাইছ মিয়া,সাদ্দাম হোসেন,আব্বাছ আলী,ফজর আলী,ইদন মিয়া,আকবর আলী,আবু কাশেম,জায়েদা বেগম বলেন,মেম্বার আনোয়ার হোসেন বাবুল আমরা প্রকৃত ক্ষতিগ্রস্থ লোকজনকে ত্রাণ না দিয়ে স্বজনপ্রীতির আশ্রয়ে ত্রাণ বন্টনে অনিয়ম করেছেন। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন বাবুলের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, মেম্বার ত্রাণ বিতরনে অনিয়ম করেছে বলে ভূক্তভোগীরা আমাকে জানিয়েছেন। তবে সে কার কাছ থেকে কিভাবে বরাদ্দ এনেছে এ ব্যাপারে আমাকে সে কিছুই জানায়নি এবং বন্টনের বেলা পরিষদকে না জানিয়ে তার ব্যক্তিগতমতে বন্টন করেছে। সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মানিক মিয়া বলেন,কোন কোন মেম্বাররা সরাসরি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে ত্রাণসামগ্রী নিয়েছেন। বন্টনে কোন ধরনের অনিয়ম করলে কর্তৃপক্ষের কাছে তাদেরকে জবাবদিহী করতে হবে।

    আরও খবর

    Sponsered content