• দুর্ঘটনা

    সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৭ জুন ২০২২ , ২:০৯:২২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    নিহত শিশুটির নাম মোঃ মাহাদী (৪)। সে বলরামপুর গ্রামের মোঃ মাহবুব মিয়ার একমাত্র ছেলে।
    সোমবার দুপুরে বাড়ীর চারদিকে বর্ষার মৌসুম হওয়ায় পানিতে সয়লাভ। তাই ঐ শিশুটি খেলা করতে করতে বাড়ির আঙ্গিনায় পানিতে পড়ে তুলিয়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর শিশুটির লাশ উদ্ধার করে চিকিৎসার জন্য মধ্যনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
    এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content