প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ১:৪৮:০৩ অনলাইন সংস্করণ
বিশ্বে খাদ্য সংকট নিরসনে ইউক্রেন থেকে শস্য রফতানিতে জাতিসংঘের প্রচেষ্টাকে ম্লান করে দিয়েছে কৃষ্ণসাগরে পেতে রাখা বোমা।
ইউক্রেন থেকে গমসহ খাদ্যসামগ্রী বিভিন্ন দেশে পাঠাতে সচেষ্ট রয়েছে জাতিসংঘ।
ইউক্রেনের গম, তেল ও তেল জাতীয় পণ্য পরিবহণের জন্য কৃষ্ণসাগরই একমাত্র পথ। অথচ এই পথেই রুশ বাহিনী বোমা পুতে রেখেছে। জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রয়টার্স।
পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথটি ব্যবহার করে আসছে বুলগেরিয়া, রোমানিয়া, জর্জিয়া, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া।
বিশ্বের ৪র্থ বৃহৎ শস্য রফতানিকারক দেশ ইউক্রেনের অসংখ্য জাহাজ ২ কোটি টন খাদ্যশস্য বোঝাই করে বসে আছে।
কিন্তু কৃষ্ণসাগরে রাশিয়ার পেতে রাখা বোমার আতঙ্কে প্রায় এক মাস ধরে এগুলো বন্দরেই অপেক্ষা করছে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অরগানাইজেশন মুখপাত্র বলেন, কৃষ্ণসাগরের কোনো কোনো বন্দরে বোমা পেতে রাখা হয়েছে। এগুলো সরাতে আরও কয়েকমাস লেগে যেতে পারে।
এদিকে, তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও ইউক্রেনের খাদ্যশস্য রফতানির জট খোলেনি।
রাশিয়া বলে আসছে, কৃষ্ণসাগর ইউক্রেনের পণ্য রফতানির জন্য খুলে দেওয়া হবে যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হ্ওয়া রুশ আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট প্রকট হচ্ছে।