• সুনামগঞ্জ

    যুক্তরাজ্যে “চন্ডিপুর সাপোর্ট গ্রুপ” গঠিত, বন্যা আশ্রয় কেন্দ্রে প্রতিদিন দেওয়া হচ্ছে একবেলা খাবার

      প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ২:১৩:২৩ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ ১৬ জুন থেকে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় কাবু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও প্রবাসী অধ্যুষিত সিলেট- সুনামগঞ্জের প্রায় অর্ধকোটি মানুষ। হাজার হজার ঘরবাড়ি দোকানপাঠ বন্যাপ্লাবিত হয়ে অসহায় হয়ে পড়ে লাখো পরিবার। স্কুল, কলেজ মাদরাসা সহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেন শত শত পরিবার। দেখা দেয় খাদ্য ও সুপেয় পানি সংকট। এমতাবস্থায় বন্যাদুর্গত এলাকার খাদ্যহীন পরিবারের সহায়তায় এগিয়ে আসেন দেশ-বিদেশের বিত্তশালী মানবতা প্রেমী ব্যাক্তি ও সংগঠন সমূহ।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরসভার ১নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়া কয়েকশ মানুষের খাদ্যের জোগান দিতে ও দূর্যোগ মোকাবেলায় ঐতিহ্যবাহী চন্ডিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কিছু সংখ্যক মানবতা দরদীদের সমন্বয়ে “চন্ডিপুর সাপোর্ট গ্রুপ” গঠিত হয়েছে।
    দিরাই পৌর সভার চন্ডিপুরের ১ নম্বর ওয়ার্ডে স্কুল এবং মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় ৩ শতাধিক বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।
    গত ২০ জুন সোমবার থেকে প্রতিদিন দুপুরে এই খাবার পরিবেশন করা হয়। বন্যার্তরা ঘরে না ফেরা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা বিবিসিসিআই ইউকের ডিরেক্টর এন্ড এডভাইজার ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব শফিকুল ইসলাম।

    দূর্যোগ মোকাবেলায় চন্ডিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মানবতা দরদী যাদের সমন্বয়ে “চন্ডিপুর সাপোর্ট গ্রুপ” গঠিত হয়েছে এবং এই গ্রুপে যারা আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করছেন তারা হলেন সর্ব জনাব বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, বিপ্লব হাওলাদার (ঢাকা), সাবরু মিয়া, আমির উদ্দিন, হারুনুর রশীদ, আজমল হোসেইন, মামুন সাদেক, মাওলানা আফতাবুর রহমান, মোহাম্মদ শফিকুল ইসলাম, সলিম উল্লাহ, লিটন মিয়া, শহিদুল ইসলাম নজরুল, মাসুক সর্দার, সাইফুর রহমান, তপু আহমদ, অহিদ উদ্দিন, মাসুম সর্দার, শিহাব উদ্দিন, মাহবুবুর রহমান, মামুন মিয়া, সাদ আহমদ, শহিদ মিয়া, সাইফুল ইসলাম, নূরুল ইসলাম সর্দার, মিশু আহমদ, হাবিবুর রহমান হবু, কামরুজ্জামান, সাইদুর রহমান রেনু (ডাইরেক্টর জেনারেল, বিবিসিসিআই), আতাউর রহমান কুটি ডাইরেক্টর, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

    এছাড়া প্রতিদিন খাদ্য বিতরণ দেখা শুনা ও সহায়তা করছেন চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন আহমদ, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, স্কুল কমিটির সদস্য মাওলানা নোমান আহমদ, নাছিরপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ঈয়াহিয়া বিন হাবিব, দিরাই পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ আহমদ প্রমূখ।

    এছাড়াও সাবেক বর্তমান অনেক জনপ্রতিনিধি সহ গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গবৃন্দ আশ্রয় কেন্দ্রের বানভাসি পরিবার ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
    যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে গঠিত “চন্ডিপুর সাপোর্ট গ্রুপ” এর নিয়মিত খাদ্য পেয়ে আশ্রয় কেন্দ্রের বানভাসি মানুষ অনেক খুশি এবং দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করছেন মহা রাব্বুল আলামিনের নিকট।

    আরও খবর

    Sponsered content