• ইসলামি জীবন

    ভারতে মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ১১ জুন ২০২২ , ২:৪০:১১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জগন্নাথপুরের কলকলিয়ায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    সম্প্রতি ভারতের সরকার দলীয় দুই নেতার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শানে কটুক্তি করার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমদের আয়োজনে ১০ ই জুন রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলিমদের এক বিশাল বিক্ষোভ মিছিল কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলকলিয়া বাজার সংলগ্ন ব্রীজের উপর এসে পথ সভায় মিলিত হয়। এতে হাফিজ মোঃ নূরুল হক এর সভাপতিত্বে ও মু জামাল হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাড়ারগাঁও বায়তুল মামুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ খালেদ আহমদ, পাড়ারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আবুল ফয়েজ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ সাঈফুর রহমান সাজাওয়ার, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ মতিউর রহমান জগন্নাথপুরী, মাওলানা মোঃ কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু, কলকলিয়া ইউনিয়ন শাখা যুবলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন লিলু, সাঈদ আল ফয়ছল ও হাফিজ মোঃ নুরুজ্জামান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী মোঃ ইউনূছ মিয়া, মোঃ আব্দুল মতিন, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার জমির আহমেদ,মোঃ ঈসকন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোঃ আব্দুস সালাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জুবেদ আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক, গাজী পাড়া জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুবদল নেতা শেখ আব্দুল কাদির, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন মাছুম, মোঃ মানিক মিয়া, মোঃ ছৈল মিয়া, মোঃ আতর আলী, মোঃ খোকন তালুকদার, মোঃ আব্দুস ছত্তার ও লিমন মিয়া সহ পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সাঃ)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

    আরও খবর

    Sponsered content