প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৩:৪৫:৪১ অনলাইন সংস্করণ
অদ্য ১৩ ই জুন বুধবার বাদ আছর চারগ্রাম শাহজালাল বাজার মধুরাপুর এ ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল এর ফাঁসি র দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মাওলানা আলা উদদীন আল হাসানের সভাপতিত্বে ও মোহাম্মদ জাবির হুসাইন চৌধুরী র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে ভারত সরকারের রাস্ট্র দূত কে তলব করে নিন্দা ও সংসদে নিন্দা প্রস্তাবের জন্য বক্তারা সরকারের প্রতি আহবান জানান।
বক্তব্য রাখেন
মাওলানা মাছুম আহমদ, মাওলানা শিব্বীর আহমদ, তৌফিক নুর চৌধুরী দখল মিয়া,আমজাদ হোসেন চৌধুরী, মাওলানা শাহীর আলম মারুফ প্রমুখ।