• সুনামগঞ্জ

    ভারতে মহানবী সাঃ এর অবমাননার প্রতিবাদে দিরাই মধুরাপুর বাজারে মিছিল ও সমাবেশ

      প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৩:৪৫:৪১ অনলাইন সংস্করণ

    অদ্য ১৩ ই জুন বুধবার বাদ আছর চারগ্রাম শাহজালাল বাজার মধুরাপুর এ ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল এর ফাঁসি র দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মাওলানা আলা উদদীন আল হাসানের সভাপতিত্বে ও মোহাম্মদ জাবির হুসাইন চৌধুরী র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
    বক্তারা বলেন অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে ভারত সরকারের রাস্ট্র দূত কে তলব করে নিন্দা ও সংসদে নিন্দা প্রস্তাবের জন্য বক্তারা সরকারের প্রতি আহবান জানান।
    বক্তব্য রাখেন
    মাওলানা মাছুম আহমদ, মাওলানা শিব্বীর আহমদ, তৌফিক নুর চৌধুরী দখল মিয়া,আমজাদ হোসেন চৌধুরী, মাওলানা শাহীর আলম মারুফ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content