• ত্রাণ বিতরণ

    বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ৪:০৭:৩৯ অনলাইন সংস্করণ

    বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ । স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ জেলাবাসী। বন্যায় মানুষের বাড়িঘর থেকে শুরু করে গবাদিপশু, ধান, চাউল এমনকি ঘরের আসবাবপত্র নষ্ট হয়েছে। এছাড়াও খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে জেলাবাসী মানবেতর জীবন যাপন করছেন।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক সংগঠন, বানভাসিদের পাশে এসে তাদের মানবিক হাত প্রসারিত করেছে। বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনব্যাপী সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ২৮ জুন মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং, কান্দাগাঁও, পিলখানা, কামারটুক গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, মোঃ জাকির হোসেন, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, আব্দুর রাজ্জাক, মনিরুল ইসলাম, ওয়াসিম খান, মামুনুর রশিদ ভুঁইয়া, অ্যাড. মনির হোসেন মারুফ, বিল্লাল হোসেন সিরাজি, জসিম উদ্দিন খন্দকার, আইনুল রহমান, নুরুজ্জামান জাহাঙ্গীর, আব্দুল খলিল ও সাইদুল হক প্রমুখ।

    আরও খবর

    Sponsered content