প্রতিনিধি ৩ জুন ২০২২ , ২:৫১:০০ অনলাইন সংস্করণ
প্রায় আড়াই বছর আটকে থাকার পর জামা-জুতা কেনার ৮৬৪ কোটি টাকা পাচ্ছে খুদে শিক্ষার্থীরা। মুজিববর্ষ উপলক্ষে ২০২০ খ্রিষ্টাব্দে ওই টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।
সে অনুযায়ী, ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে নতুন ক্লাসে ওঠার সময়েই প্রাথমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থীর এক হাজার টাকা করে পাওয়ার কথা। গত বছরের জুন মাসে এ টাকা ছাড় করা হলেও নানা জটিলতায় আবার তা আটকে গিয়েছিল। অবশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় টাকা ছাড় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শিশু শিক্ষার্থীদের কিটস অ্যালাউন্সের ৮৬৪ কোটি টাকা ছাড়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৭ মে বাংলাদেশ ব্যাংক থেকে অবিতরণকৃত এ ছাড়ের বিষয়ে বিধিবিধান অনুসরণ করে বিতরণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সায় মিলেছে। সে অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে টাকা ছাড়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান শীর্ষক প্রকল্পের খাতে এ টাকা বরাদ্দ দিয়েছিল সরকার।
এরই মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ টাকা সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি নিতে অধিদফতর থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। গত বছর যে মোবাইল অ্যাকাউন্ট নম্বর উপবৃত্তির টাকা পেতে এন্ট্রি করেছিলেন সেই নম্বরটি সচল রাখতে অভিভাবকদের বলা হয়েছে। একই সাথে সেই মোবাইল সেটটি নিজে সংরক্ষণ করে ব্যবহার এবং ওই মোবাইলে পাঠানো ওটিপি, পিন নম্বর বা এসএমএস অন্যদের সাথে শেয়ার না করতে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি জানিয়ে গত ৩০ মে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।