প্রতিনিধি ১১ জুন ২০২২ , ২:৪৯:৫০ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে নতুন উদ্যোক্তা যোগদান।
আমরা যাকে কালেক্টর বলে তাকি। নতুন উদ্যোক্তা হলেন, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত হলহলিয়া গ্রামের মৃত মুসলিম মিয়া”র ছেলে মোঃ জমির উদ্দীন (২৩) নামে যোগদান করেন ৪ই এপ্রিল ২০২২ইং। ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম, ইউনুছ আলীর কাছ থেকে জানতে চাইলে। চেয়ারম্যান হাজী এম, ইউনুছ আলী বলেন, এখন নতুন যোগদান করছেন জমির উদ্দিন ও আগের উদ্যোক্তা সালে আহামেদ ও থাকবে। সাধারণ জনগণ যেন হয়রানির না হয়, এটা বিবেচনা করে দুইজনকে রাখা হয়েছে। জন্ম নিবন্ধন সহ অতীতের মত সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয়। এ বিষয়ে ৩নং বড়দল দক্ষিণ ইউপি সচিব সিদ্দিকুর রহমান লিটন বলেন। সরকারি নিয়ম অনুযায়ী মোঃজমির উদ্দীন ৪ই এপ্রিল যোগদান করেন। এখন থেকে উদ্যোক্তা দুজন কাজ করবে।