প্রতিনিধি ৪ জুন ২০২২ , ৩:২৬:৫৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ বাড়ী পর্যন্ত ডাক বাংলো সড়ক এর আরসিসি ঢালাইয়ের নির্মাণ কাজ চলছে।
এতে ভুক্তভোগী পথচারীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ডাক বাংলো রোডে দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় সড়কটি ভাঙ্গনের ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তির শিকার হয়ে পড়েন পথচারী ও স্থানীয় জনসাধারণ। জনমনে দেখা দেয় অসন্তোষ। অবশেষে জগন্নাথপুর পৌর সভার উদ্যোগে ৫৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় সাপেক্ষে এই সড়কের আরসিসি পূর্ন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালমান ট্রেডার্স। জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন ও স্থানীয় কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ এর প্রচেষ্টায় দ্রুত গতিতে চলছে নির্মাণ কাজ। এতে জনমনে সন্তোষ দেখা দিয়েছে। কাজের অগ্রগতির বিষয়ে মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন বলেন, দেড় দুই মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে। এ সড়কের কাজ সম্পন্ন হলে জনভোগান্তী লাঘব হবে।সেই সাথে উন্নয়ন এর মাপকাঠিতে আরেক ধাপ এগিয়ে যাবে জগন্নাথপুর পৌর শহর।