• সুনামগঞ্জ

    জগন্নাথপুরের কলকলিয়ায় প্রবাসীদের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

      প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৩:৩৭:২৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কলকলিয়ায় প্রবাসীদের পক্ষ থেকে ৩ শত বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কলকলিয়া বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ূন কবির। আজ ২৭শে জুন রোজ সোমবার সকালে বন্যা কবলিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বন্যা আশ্রয় কেন্দ্র শাহজালাল মহাবিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয় ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত সহ এলাকার ৩শত বন্যার্ত পরিবার এর মধ্যে কলকলিয়া ইউনিয়ন এর কলকলিয়া গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ চেরাগ আলী সাহেব ও প্রয়াত আলহাজ্ব মোঃ হুসিয়ার আলী সাহেব এর পরিবারের যুক্তরাজ্য প্রবাসী মোঃ আসকর আলী, মোঃ আসাদ আলী, মোঃ শহীদ আলী, রোজিনা বেগম, ফ্রান্স প্রবাসী মোঃ নজরুল ইসলাম ও কুয়েত প্রবাসী মোঃ শফিক আলীর প্রেরিত নগদ অর্থ অনুদান এই পরিবারের সন্তান কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ূন কবির বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ বাবুল মিয়া, মোঃ নূরুল আলম,মোঃ সুহাগ আহমদ ও মখবুল হোসেন প্রমূখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content