প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ৮:৪২:৩৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলদেশে ব্যবসায়ীদের শীষ সংগঠন এফ বি সি সি আই ও সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৭৫০টি বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া,মুড়ি,গুড়,বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার নতুন হাছন নগর,আপ্তাব নগর মাইজবাড়ি ও রঙ্গারচন ইউনিয়নে এফবিসিসি আইয়ের ৩৫০টি এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের ২৫০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস, এহসান আহমেদ উজ্জল,পাভেল আহমেদ,সদর যুবলীগের সহ সভাপতি কাওসার আহমদ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
এফ বি সি সি আইয়ের পরিচালক ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হদা চপল বলেছেন,আমরা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। আমরা নেত্রীর নির্দেশে উন্নয়ন কর্মকান্ডকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। তিনি ত্রান কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।