প্রতিনিধি ১১ মে ২০২২ , ১০:০৭:১৮ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেছেন,সাহিত্য মানুষকে আলোর পথ দেখায়, সাহিত্য সমাজ সংস্কারের হাতিয়ার, জল-জ্যোৎস্নার শহরে জলকন্যার প্রকাশনা সাহিত্যের নতুন এক অধ্যায়ের সূচনা করবে। আশা করি সাহিত্যাঙ্গনে জলকন্যা সুনামগঞ্জের প্রতিনিধিত্ব করবে। মানুষের মাঝে সুনামগঞ্জের সুনাম পৌছে দেবে। আলোকিত মানুষ সৃষ্টি করবে এ পৌর শহরে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে, জলকন্যা সাহিত্য পরিষদের ত্রৈমাসিক প্রকাশনা “জলকন্যা”র ২য় বছরের ২য় সংখ্যার প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ কোহিনুর বেগমের সভাপতিত্বে ও জলকন্যা সম্পাদক, প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক সুখেন্দু সেন,সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সামিনা চৌধুরী মনি,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকাশক মামুন সুলতান, প্রভাষক আবু সুফিয়ান, কবি, লেখক প্রভাষক ফজলুল হক দোলন, সমবায় কর্মকর্তা কবি মাসুদ আহমেদ, প্রভাষক সবিতা ভৌমিক ও প্রভাষক মীর মোশারফ হোসেন প্রমূখ। সভায় বক্তারা সাহিত্য ম্যাগাজিন জলকন্যা প্রকাশনায় সহযোগীতা অব্যাহত রাখায় প্রবাসী সাংবাদিক এডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞতা জানান।