প্রতিনিধি ১ মে ২০২২ , ১০:৩৮:০৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে মে দিবসে শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধের দাবীতে সিপিবি’র মানববন্ধন। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সকল হোটেল, রেস্তোরার শ্রমিকদের বেতন বোনাস ঈদের আগে প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, অকাল বন্যায় দুর্বল ফসল রক্ষা বাঁধ ভেঙে হাজারও কৃষকদের ঈদ মাটি হয়েছে। তাদের পাশে সরকার নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রণোদনা বা সহযোগিতা দেয়া হয়নি।
জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমনের স ালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তর ন তালুকদার, হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য,জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া।